WELCOME TO EMS ALL INFORMATION BD
বাঁচতে হলে জানতে হবে। তাই পড়ুন আর জেনে নিন নানা অজানা তথ্য




 

Unknown Unknown Author
Title: গর্ভধারণে সমস্যা?
Author: Unknown
Rating 5 of 5 Des:
গর্ভধারণে সমস্যা? অনেকেই আছেন যারা অনেকদিন ধরে বাচ্চার জন্য চেষ্টা করছেন কিন্তু এখনও সাফল্য আসছে না এক দুই মাস চেষ্টার পরে অনেক দম্পত...

গর্ভধারণে সমস্যা?
অনেকেই আছেন যারা অনেকদিন ধরে বাচ্চার জন্য চেষ্টা করছেন কিন্তু এখনও সাফল্য আসছে না এক দুই মাস চেষ্টার পরে অনেক দম্পতি হয়ত হতাশায় ভুগতে থাকেন। হতাশ হওয়ার বা চিন্তিত হওয়ার কিছু নেই। যেসকল দম্পতি একবছর ধরে চেষ্টা করছেন কিন্তু সাফল্য আসছে না তারা এই বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারেন।
আমাদের সমাজে এখনও বন্ধ্যাত্ব বা বাচ্চা না হওয়ার দোষ সম্পূর্ণরুপে মহিলাদের উপর দেয়া হয়।কিন্তু আসল ব্যপারটা হচ্ছে বন্ধ্যাত্ব বা বাচ্চা না হওয়ার ব্যাপারে স্বামী ও স্ত্রী দুজনেরই ভূমিকা রয়েছে।
কিছু কিছু কারণে গর্ভধারণের সমস্যা তৈরী হতে পারে
পুরুষদের ক্ষেত্রে:
স্পার্মের(শুক্রানু)সমস্যা : শুক্রানুর পরিমান কম থাকা বা অনুপস্থিত থাকা, আকৃতি ঠিক না থাকা বা চলাচল স্বাভাবিক না থাকা ।এই সমস্যাগুলো তৈরী হয় বিভিন্ন কারণে তার মধ্যে অন্যতম হল:
  • বয়স ৪০ এর বেশী হলে সমস্যা তৈরী হতে পারে।
  • কম ওজন বা অনিয়ন্ত্রিত ওজন।
  • সেক্সচুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেমন: গনোরিয়া, হার্পিস, সিফিলিস ইত্যাদি।
মহিলাদের ক্ষেত্রে:
  • ৩০ বা তার চেয়ে বেশী বয়সে গর্ভধারণে বিভিন্ন সমস্যা তেরী হয় এবং এটি অনেক সময় ঝুঁকি পূর্ণ হয়ে যায়।
  • স্ত্রী প্রজননতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন: পলিসিস্টিক ওভরিয়ান সিনড্রম, ইউরেটাইন ফাইব্রয়েড, এন্ডোমেটরিওসিস ও পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ এর কারণে গর্ভধারণে সমস্যা তেরী হতে পারে।
তাই যে সকল দম্পতি এক বছর বা তার বেশী সময় ধরে চেষ্টা করছেন কিন্তু সাফল্য আসছে না তারা দেরী না করে এই বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তরের পরামর্শ নিন। এছাড়াও অনেক সময় দেখা যায় কোন ধরনের শারীরিক সমস্যা না থাকার পরও অনেকে গর্ভধারণ করতে পারছেন না। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে।
অনেকেই আছেন যারা অনেকদিন ধরে বাচ্চার জন্য চেষ্টা করছেন কিন্তু এখনও সাফল্য আসছে না এক দুই মাস চেষ্টার পরে অনেক দম্পতি হয়ত হতাশায় ভুগতে থাকেন। হতাশ হওয়ার বা চিন্তিত হওয়ার কিছু নেই। যেসকল দম্পতি একবছর ধরে চেষ্টা করছেন কিন্তু সাফল্য আসছে না তারা এই বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তারের কাছে যেতে পারেন।
আমাদের সমাজে এখনও বন্ধ্যাত্ব বা বাচ্চা না হওয়ার দোষ সম্পূর্ণরুপে মহিলাদের উপর দেয়া হয়।কিন্তু আসল ব্যপারটা হচ্ছে বন্ধ্যাত্ব বা বাচ্চা না হওয়ার ব্যাপারে স্বামী ও স্ত্রী দুজনেরই ভূমিকা রয়েছে।
কিছু কিছু কারণে গর্ভধারণের সমস্যা তৈরী হতে পারে
পুরুষদের ক্ষেত্রে:
স্পার্মের(শুক্রানু)সমস্যা : শুক্রানুর পরিমান কম থাকা বা অনুপস্থিত থাকা, আকৃতি ঠিক না থাকা বা চলাচল স্বাভাবিক না থাকা ।এই সমস্যাগুলো তৈরী হয় বিভিন্ন কারণে তার মধ্যে অন্যতম হল:
  • বয়স ৪০ এর বেশী হলে সমস্যা তৈরী হতে পারে।
  • কম ওজন বা অনিয়ন্ত্রিত ওজন।
  • সেক্সচুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ যেমন: গনোরিয়া, হার্পিস, সিফিলিস ইত্যাদি।
মহিলাদের ক্ষেত্রে:
  • ৩০ বা তার চেয়ে বেশী বয়সে গর্ভধারণে বিভিন্ন সমস্যা তেরী হয় এবং এটি অনেক সময় ঝুঁকি পূর্ণ হয়ে যায়।
  • স্ত্রী প্রজননতন্ত্রের বিভিন্ন সমস্যা যেমন: পলিসিস্টিক ওভরিয়ান সিনড্রম, ইউরেটাইন ফাইব্রয়েড, এন্ডোমেটরিওসিস ও পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ এর কারণে গর্ভধারণে সমস্যা তেরী হতে পারে।
তাই যে সকল দম্পতি এক বছর বা তার বেশী সময় ধরে চেষ্টা করছেন কিন্তু সাফল্য আসছে না তারা দেরী না করে এই বিষয়ে বিশেষজ্ঞ ডাক্তরের পরামর্শ নিন। এছাড়াও অনেক সময় দেখা যায় কোন ধরনের শারীরিক সমস্যা না থাকার পরও অনেকে গর্ভধারণ করতে পারছেন না। এই ক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য ধরতে হবে এবং স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে।

Advertisement

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত আমাদের কাছে অনেক মুল্যবান,তাই মুল্যবান মতামত আমাদের কে জানান

 
Top