আমি কি গর্ভবতী?
আপনি গর্ভবতী কিনা তা জানার প্রথম লক্ষন হতে পারে নিয়ম মাফিক মাসিক না হওয়া।যাদের মাসিক নিয়মিত হয় তারা এই ক্ষেত্রে বাড়িতে বসে প্রেগনেন্সি টেষ্ট কিটের মাধ্যমে পরীক্ষা করে দেখতে পারেন। এই টেষ্ট কিটের মাধ্যমে সঠিক ভাবে যদি পরীক্ষা করা যায় তাহলে বেশীর ভাগ ক্ষেত্রে সঠিক ফল পাওয়া যায়। এই প্রেগনেন্সি টেষ্ট কিটগুলো বাজারে কিনতে পাওয়া যায়।এগুলো ২০-১০০ টাকার মধ্যে পাওয়া যায়।
কিভাবে পরীক্ষা করবেন:
সকালে ঘুম থেকে উঠে প্রস্রাব একটি পাত্রে নিয়ে স্ট্রিপটি ঢুবান। MAX line চিহ্নিত অংশের নিচ পর্যন্ত ঢুকাতে হবে।১০ সেকেন্ড পর পাত্র থেকে স্ট্রিপটি উঠিয়ে পরিস্কার ও শুস্ক জায়গায় রেখে দিন।রং পরিবর্তনের জন্য অপেক্ষা করুন ৪০ সেকেন্ড।যদি ২ টি লাল দাগ আসে তাহলে পজিটিভ (গর্ভবতী) আর যদি ১ টি লাল দাগ আসে তাহলে নেগেটিভ (গর্ভবতী নন)।যদি কোন দাগ না আসে তাহলে বুঝতে হবে পরীক্ষা সঠিক ভাবে করা হয়নি।একটি টেষ্ট কিটের মাধ্যমে একবার পরীক্ষা করা সম্ভব।
সম্পূর্ণভাবে গর্ভধারণ নিশ্চিত হওয়ার জন্য ডাক্তারের পরামর্শ নিন।
একটি মন্তব্য পোস্ট করুন
আপনার মতামত আমাদের কাছে অনেক মুল্যবান,তাই মুল্যবান মতামত আমাদের কে জানান