WELCOME TO EMS ALL INFORMATION BD
বাঁচতে হলে জানতে হবে। তাই পড়ুন আর জেনে নিন নানা অজানা তথ্য




 

Unknown Unknown Author
Title: কিছু লক্ষণ কখনো অবহেলা করা উচিত নয়
Author: Unknown
Rating 5 of 5 Des:
কিছু লক্ষণ কখনো অবহেলা করা উচিত নয় সাধারণত গর্ভকালীন সময়ের সাধারণ লক্ষণগুলো গর্ভবতী মায়ের কাছে নতুন মনে হতে পারে বিশেষ করে যারা প্...


কিছু লক্ষণ কখনো অবহেলা করা উচিত নয়
সাধারণত গর্ভকালীন সময়ের সাধারণ লক্ষণগুলো গর্ভবতী মায়ের কাছে নতুন মনে হতে পারে বিশেষ করে যারা প্রথমবার মা হতে যাচ্ছেন।কিছু লক্ষণ আছে যা কখনই অবহেলা করা উচিত নয়।এই লক্ষণগুলোর যেকোন একটি দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন।
  • (১):ভ্যাজাইনাল ব্লিডিং: অনেক সময়ই গর্ভবস্থায় ভ্যাজাইনাল ব্লিডিং বা রক্তস্রাব দেখা যায়।১০-১৫% গর্ভবতী নারীর ক্ষেত্রে প্রথম ১৬ সপ্তাহে লক্ষণটি দেখা দেয়।ইকটোপিক প্রেগনেন্সির কারণে এই লক্ষণ দেখা দিতে পারে।ইকটোপিক প্রেগনেন্সিতে ভ্রুন জরাযুর বাইরে সাধারণত ফেলোপিয়ান টিউবে গঠিত হয়।
  • (২):দীর্ঘ সময় ধরে তীব্র পেট ব্যথা
  • (৩):ভ্যাজাইনাল ডিসচার্জের পরিমান বেড়ে যাওয়া।ডিসচার্জ পানির মত বা আঠালো হতে পারে। এছাড়া ব্লাডও থাকতে পারে।তবে ৩৭ সপ্তাহের পর ভ্যাজাইনাল ডিসচার্জের পরিমান বেড়ে যাওয়া স্বাভাবিক।
  • (৪):কোমরের নিচে ব্যথা বা মাসিকের সময়ের মত ব্যথা।
  • (৫):প্রস্রাবের জ্বালাপোড়া, ব্যথা বা প্রস্রাব কম হওয়া ।
  • (৬):অতিরিক্ত বমি বা বমির সাথে জ্বর বা ব্যথা।
  • (৭):তীব্র মাথাব্যথা ও সাথে চোখে ঝাপসা দেখা, কথা জড়িয়ে যাওয়া।
  • (৮):মুখে পানি আসা বা চোখের চারপাশে ফুলে যাওয়া, হাতে পানি আসা এবং হঠাৎ করে পায়ে অতিরিক্ত পানি আসা অথবা দ্রুত ওজন বেড়ে যাওয়া (১ সপ্তাহে ৪ পাউন্ড)
  • (৯):কোন দূর্ঘটনা বা পড়ে যাওয়ার কারনে পেটে ব্যথা পাওয়া।
  • (১০);জ্ঞান হারিয়ে ফেলা, মাথা ঝিমঝিম করা, বুক ধড়ফড় করা।
  • (১১):শ্বাসকস্ট বা কাশির সাথে রক্ত।
  • (১২):তীব্র কোস্ঠকাঠিন্য।
  • (১৩):ডিপ্রেশন বা দু:চিন্তায় ভোগা।

Advertisement

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত আমাদের কাছে অনেক মুল্যবান,তাই মুল্যবান মতামত আমাদের কে জানান

 
Top