WELCOME TO EMS ALL INFORMATION BD
বাঁচতে হলে জানতে হবে। তাই পড়ুন আর জেনে নিন নানা অজানা তথ্য




 

Unknown Unknown Author
Title: যৌনতা কিংবা সেক্স! এই নিয়ে কিছু ভুল তথ্য
Author: Unknown
Rating 5 of 5 Des:
বিজ্ঞানীরা মনে করেন, টিনএজার বয়স থেকেই মানুষের যৌন বিষয়ে শিক্ষা নেওয়া উচিত। এতে করে এ বিষয়ে সচেতনতা তৈরি হবে। ফলে না বুঝে বা না জানার কা...
বিজ্ঞানীরা মনে করেন, টিনএজার বয়স থেকেই মানুষের যৌন বিষয়ে শিক্ষা নেওয়া উচিত। এতে করে এ বিষয়ে সচেতনতা তৈরি হবে। ফলে না বুঝে বা না জানার কারণে বড় ধরনের ভুল করা থেকে বিরত থাকবেন তারা। তা ছাড়া প্রাপ্তবয়স্কদেরও এ বিষয়ে নানা ভ্রান্ত ধারণা রয়েছে।
আসুন জেনে নিন যৌন বিষয়ে  ৯টি প্রচলিত ভুল ধারণা –
১। এটা বহু দিনের প্রচলিত সাধারণ ধারণা যে, নারীরা ঋতু চলাকালীন সময় সেক্স করলে গর্ভবতী হন না। কিন্তু এটা সম্ভব। কারণ পিরিয়ড চলাকালেও নারীর ডিম্বাণু এবং পুরুষের শুক্রাণু গর্ভের উষ্ণ পরিবেশে বেশ কিছুকাল থেকে যেতে পারে।
২।  জানা গেছে বয়স্ক কোনো ব্যক্তির বা হৃদরোগীর সেক্স করতে গিয়ে হার্টঅ্যাটাক হয়েছে। কিন্তু এক গবেষণায় দেখাই গেছে, সেক্স বরং হার্টের জন্য ভালো। তা ছাড়া উত্তেজনার বশে যে হার্টঅ্যাটাকের কথা বলা হয় তার সম্ভাবনা একেবারে নেই বললেই চলে।
৩। মাস্টারবেশন ক্ষতিকর অভ্যাস। সবাই মনে করেন, বিবাহিত নারী-পুরুষরা এ কাজটি করেন না। কিন্তু লাইফস্টাইল এক্সপার্ট ডানা বি মেয়ারস বলেন, এটি সম্পূর্ণ ভুল ধারণা। ব্যস্ততার কারণে বিবাহিত নারী-পুরুষদের এ অভ্যাস গড়ে ওঠে। কারণ ব্যস্ততার চাপে কিছুটা স্বস্তি আনতে এ কাজটি প্রয়োজন হয়ে পড়ে।
৪।  নারী ও পুরুষের জীবনে একটি বিশেষ সময়ে যৌন উত্তেজনা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছৈ এবং এ ক্ষেত্রে তাদের মাঝে ১০ বছরের ব্যবধান থাকে। এই প্রচলিত তথ্যটি ভুল। মূলত মানুষ সারা জীবন ধরে যেকোনো সময়ে যৌন উত্তেজনার চরমে পৌঁছতে পারে। কারণ যৌন আকাঙ্ক্ষা প্রতিনিয়ত ওঠা-নামা করে। তাই এটি কখন চরমে যাবে তা বলা যায় না।
৫।  বয়সের ব্যবধানে পুরুষরা প্রতারণা করেন এবং এই ধারণাটি ভুল। নারী-পুরুষের মাঝে যেকোনো সময় অপরজনের সঙ্গে প্রতারণার প্রবণতা আসতে পারে। মূলত অসুখী সম্পর্ক এবং যৌন অতৃপ্তি থেকে প্রতারণার প্রবণতা আসে।
৬।  এটি অদ্ভুত এক প্রচলিত ভুল ধারণা- মুজো পরা অবস্থায় সেক্স করলে অতৃপ্তি থাকে। অদ্ভুত এক গবেষণায় দেখা গেছে, যৌনতায় চরম তৃপ্তি আসে যখন মানুষ সবচেয়ে আরামদায়ক অবস্থায় থাকে। তাই মুজো পরা অবস্থায় কারো যদি আরাম লাগে তখন সেক্স করলে অবশ্যই তৃপ্তি আসবে।
৭।  সংসারের কাজে পুরুষরা সহায়তা করলে স্ত্রীরা যৌন উত্তেজনায় ভোগেন– এমন তথ্যটি অনেকেই বিশ্বাস করেন। গবেষণায় দেখা গেছে, উল্টোটাই সত্য। বরং পুরুষরা বাড়িতে নারীদের কাজ বেশি করলে তাদের উত্তেজনা কমে যায়। আবার, তারা যখন পুরুষালি কাজ বেশি করেন তখন উত্তেজনা বাড়ে।
৮।  অনেক দিন ধরেই প্রচলিত রয়েছে যে, নারীদের আসলে সেক্স করতে ভালো লাগে না। কিন্তু গবেষণায় দেখা গেছে, নারী-পুরুষ সেক্সকে ভিন্নভাবে উপভোগ করেন। কাজেই ভিন্ন অনুভূতি এবং পরিবেশে নারীরাও সেক্সের জন্য মুখিয়ে উঠতে পারেন।
৯।  পুরনো একটি ধারণ এমন যে, লম্বা পুরুষের বড় আকারের হাতের পাঞ্জা ও পায়ের পাতা থাকলে তাদের যৌনকর্মে বেশি সক্ষম। এটিও একটি ভুল ধারণা। তা ছাড়া এর সঙ্গে লিঙ্গের আকারেরও কোনো সম্পর্ক নেই। পাশাপাশি এসব আকারের সঙ্গে যৌন তৃপ্তিরও কোনো সম্পর্ক নেই। তাই ভুলে যান।


Advertisement

একটি মন্তব্য পোস্ট করুন

আপনার মতামত আমাদের কাছে অনেক মুল্যবান,তাই মুল্যবান মতামত আমাদের কে জানান

 
Top